প্রেসড পিগমেন্ট বা ফয়েল আইশ্যাডো এপ্লাই করতে আর কোনো ঝামেলাই নেই। যে কোনো ফ্ল্যাট ব্রাশ অথবা আঙ্গুলের মাথায় প্রাইমার টি লাগিয়ে চোখে অথবা যেখানে পিগমেন্ট এপ্লাই করতে চান সেখানে লাগান এরপর জাস্ট প্রেসড গ্লিটার এপ্লাই করুন।
খুবি সহজে গ্লিটার এপ্লাই করতে পারববেন।
যারা গ্লিটার শ্যাডো এপ্লাই করতে পছন্দ করেন তাদের জন্য একটি মাস্ট হ্যাভ আইটেম