অনেকের মেকাপ করার পরেও চোখের নীচে কালো হয়ে থাকার সমস্যায় ভুগছেন। যা ফাউন্ডেশন নেয়ার পরেও ঠিক হয়না।তাদের জন্য বেস্ট একটা কনসিলার হলো pink flash Concealer. এই ব্রান্ড টা চাইনিজ একটা ব্রান্ড। কিন্তু এর প্রডাক্ট গুলো প্রেমে পরার মতোনঅসম্ভব ভালো এটা।
চোখের নীচের কালো ভাব কমিয়ে আনে।
মুখের কালো ব্রোনের স্পট সহজেই হাইড করে।
খুব ভাল ভাবে ব্লেন্ড হয়।
Full Coverage
সিম্পল লুক এর জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে শুধু এই কনসিলার ব্যবহার করে সেটা পাউডার দিয়ে সেট করলেই সুন্দর একটা লুক পাওয়া যায়।বেস্ট একটা কনসিলার তাও এতো রিজনেবল প্রাইস এর মধ্যে। যারা না নিবে তারা মিস করবেন।