মেকআপ কমপ্লিট করতে কমপ্যাক্ট পাউডার অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ধরুন, মেকআপ দীর্ঘস্থায়ী করতে হবে, সেক্ষেত্রে কমপ্যাক্ট পাউডার মাস্ট। লাইট কভারেজের জন্যও ব্যবহার করা যায়। লিকুইড ফাউন্ডেশনের উপর কমপ্যাক্ট পাউডার লাগিয়ে অল্প টাচআপ করলেই অনেকক্ষণ পর্যন্ত মেকআপ বজায় থাকে। আপনার ত্বক তৈলাক্ত হলে বা ব্রণর প্রভাব থাকলে অবশ্যই কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। এই ধরনের ত্বকের ক্ষেত্রে এটি আদর্শ। প্রাথমিক ভাবে মেকআপ বসানোর জন্য এবং তা যাতে তেলতেলে না লাগে, তার জন্য কমপ্যাক্ট পাউডার ব্যবহার করাটা জরুরি।